ল্যাবএইড হাসপাতালের সামনে গাড়ি ভাঙচুর করে ও ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্ট কালের অবরোধের সমর্থনে মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে জাতীয়তাবাদি ছাত্রদল। এসময় তারা ১০টি গাড়ি ভাঙচুর করে ও ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
শনিবার রাত ৮টায় ধানমন্ডিতে সেন্ট্রাল রোড এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ধানমন্ডি থাকা পুলিশ ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে বলে জানা গেছে।
জানা যায়, মিছিলে ছাত্রদল সহ-সভাপতি ইখতিয়ার কবির, যুগ্ম সম্পাদক মিয়া রাসেল, করিম সরকার, শামীমুর রহমান নাজিম, ছাত্রদল নেতা বাসার সিদ্দীকী, রুকুনুজ্জামান তালুকদার, মাইনুল ইসলাম, রনি, মামুন, সোহেল রানা, আরিফ, সাকের, আদনানসহ অন্তত ৩০/৩৫জন ছাত্রদল নেতাকর্মী অংশ নেন।
মিছিল থেকে ছাত্রদল নেতা রিজভীকে আটক করে পুলিশ। ধানমন্ডি থানার এক পুলিশ কর্মকর্তা রিজভীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।