অবশেষে জয়ের দেখা পেলো রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সফরকারী এস্পানিওলকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান অক্ষুন্ন রাখলো লজ ব্লাঙ্কোজরা।
দশজনের দলে পরিণত হলেও এস্পানিওলের বিপক্ষে জয় পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি স্প্যানিশ জায়ান্টদের। গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ফর্মে ফিরেছেন রিয়ালের আরও দুই তারকা গ্যারেথ বেল আর হামেস রদ্রিগেজ
ম্যাচের ৫১ মিনিটে এস্পানিওলের হোসে কানাসের সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখেন রিয়ালের ডিফেন্ডার ফ্যাবিও কোয়েন্ত্রাও। তবে ওই সংঘর্ষে বেশ আঘাত পেয়েছিলেন কোয়েন্ত্রাও নিজেও।
টানা ২২ ম্যাচ জয়ের পর দুবাইতে গিয়ে প্রীতি ম্যাচে এসি মিলানের কাছে হেরে ছন্দপতন ঘটে রিয়ালের। এরপর লা লিগায় গত সপ্তাহের শুরুতেই ভ্যালেন্সিয়ার কাছে হারতে হয়েছে। সপ্তাহের মাঝপথে কোপা ডেল রে’র শেষ ষোলর প্রথম রাউন্ডে হারতে হয়েছে নগর প্রতিদ্বন্দী অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে।
টানা তিন হারে মোটামুটি একটা আতঙ্ক সৃষ্টি হয় রিয়াল শিবিরে। তবে নিজেদের মাঠ বার্নাব্যুতে পয়েন্ট তালিকায় ১০ নাম্বারে থাকা এস্পানিওলকে পেয়ে শেষ পর্যন্ত জয়ের রথে উঠতে পারলো লজ ব্লাঙ্কোজরা।
ম্যাচের ১২ মিনিটেই গোলের সূচনা করেন হামেস রদ্রিগেজ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পাস থেকেই বক্সের মাঝে বল পেয়ে যান কলম্বিয়ান এই তারকা। এরপর বাঁ পায়ের দারুন এক শটে এস্পানিওলের জালে বল জড়ান তিনি।
২৮ মিনিটে দ্বিতীয় গোল করেন হান্ড্রেড মিলিয়ন ম্যান গ্যারেথ বেল। ডি বক্সের ডান কোনের একটু আগে ইসকোকে বাজে ট্যাকল করেন এস্পানিওলের ফুয়েন্তেস। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজালে কিক নিতে আসেন বেল। তার বাঁ পায়ের বুলেট শট সোজা গিয়ে আশ্রয় নেয় এস্পানিওলের জালে।
৭৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন পরিবর্তিত হিসেবে মাঠে নামা নাচো গোল করে সফরকারীদের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। আলভারো আরবেলোয়ার ক্রস থেকে বল পেয়ে বাম পায়ের শটে গোলটি করেন নাচো।
এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে বর্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ।