বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্বে মাইকেল ক্লার্ক
স্পোর্টস ডেস্ক : না, জর্জ বেইলি নন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে থাকা স্টিভ স্মিথও নন। অধিনায়ক হিসেবে ২০১৫ বিশ্বকাপের জন্য চোটগ্রস্ত মাইকেল ক্লার্কের ওপরই ভরসা রাখছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। অবশ্য ঘরের মাঠের বিশ্বকাপে ২১ ফেব্রুয়ারির আগে ফিটনেস টেস্টে উতরে যেতে হবে ৩৩ বছর বয়সী অস্ট্রেলিয়ানকে। যদিও ১৫ জনের চূড়ান্ত দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার নাথান লাওনের
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে প্রথম ম্যাচ খেলার পর শেষ তিনটিতে মাঠে ছিলেন না ক্লার্ক। ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। সেজন্য ২০১৫ বিশ্বকাপে ক্লার্কের থাকা না থাকা নিয়ে শঙ্কার একটা দোলাচল ছিলই। কিন্তু নির্বাচকরা অধিনায়ককে নিয়ে যেন একটা ফাটকাই খেললেন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নিার্বচক রডনি মার্শ বলেন, ‘ইনজুরি থেকে সেরে উঠলে বিশ্বকাপে অসিদের নেতৃত্ব দেবেন ক্লার্কই। অবশ্য ক্লার্কের বদলে কোনো স্টান্ডবাই খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্লার্ক ছাড়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ফর্মহীনতায় ভোগা শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল ও ব্রাড হাডিনই। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ মিলেছে জাভিয়ের দোহার্টির। ফলে উপেক্ষিত থেকেছেন অভিজ্ঞ নাথান লিওন। পেস অ্যাটাকে আছেন মিশেল জনসন, মিশেল স্টার্ক, জোস হ্যাজলউড ও প্যাট কামিন্স। ফলে বিশ্বকাপ স্বপ্ন কাটা পড়েছে পিটার সিডলের।
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভ স্মিথ, ব্রাড হাডিন (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, জেমস ফকনার, মিশেল জনসন, মিশেল স্টার্ক, জোস হ্যাজলউড, প্যাট কামিন্স ও জাভিয়ের দোহার্টি।