ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে চেলসি
স্পোর্টস ডেস্কঃ অস্কারের নৈপুণ্যে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছে জোসে মরিনিয়োর দল।নিজে একটি গোল করা ছাড়াও দিয়েগো কস্তার গোলেও দারুণ অবদান রাখেন ব্রাজিলের মিডফিল্ডার অস্কার।স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রথমার্ধে চেলসিকে ভালোই আটকে রাখে নিউক্যাসল। অবশেষে ৪৩তম মিনিটে চেলসিকে প্রথম গোল এনে দেন অস্কার।
উইলিয়ানের দ্রুত কর্নার থেকে পাওয়া বল অস্কারকে এগিয়ে দেন ব্রানিস্লাভ ইভানোভিচ। তা থেকে লক্ষ্যভেদ করতে একটুও ভুল হয়নি ব্রাজিল মিডফিল্ডারের।৫৯তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে নিখুঁত ফ্লিকে কস্তাকে বল দেন অস্কার। তা থেকে গোল করেন স্পেন স্ট্রাইকার।এই জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল চেলসি।শনিবার এভারটনের মাঠে ১-১ গোলে ড্র করে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৪৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।