‘জাগো সম্ভাবনায় জাগো কবিতায়’
ডেস্ক রিপোর্টঃ ‘জাগো সম্ভাবনায় জাগো কবিতায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ২৯তম জাতীয় কবিতা উৎসব।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জাতীয় কবিতা পরিষদ ২০১৫-এর আহ্বায়ক মুহাম্মদ সামাদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের দুদিনের উৎসবে প্রতি বছরের মতো একুশের গান, উৎসব সংগীত, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবিতার গান, সেমিনার ও প্রদর্শনী আয়োজন থাকবে। এ ছাড়া বাংলাদেশের ভিন্নভাষী কবিদের জন্য “অন্য ভাষার কবিতা” শিরোনামে একটি আলাদা অধিবেশন থাকবে।’
১ জানুয়ারি থেকে টিএসসির দ্বিতীয় তলায় উৎসব দফতর খোলা হয়েছে এবং প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবের প্রস্তুতি ও কবিদের নাম নিবন্ধনের কাজ চলছে। দফতর থেকে প্রতিদিন উৎসবের তথ্য সরবরাহ করা হচ্ছে। দেশের কবিতা পরিষদের জেলা ও শাখা কমিটিসমূহকে ২৫ জানুয়ারির মধ্যে কবিতা উৎসব সম্পন্ন করে কেন্দ্রীয় উৎসবে যোগদানের প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। জেলায় জেলায় উৎসব অনুষ্ঠিত হচ্ছে ও তারা কেন্দ্রীয় উৎসবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
মুহাম্মদ সামাদ বলেন, ‘কবিতার বৃহত্তম এই ঐতিহ্যবাহী আয়োজন শুধু বাংলাদেশে নয় ইতিমধ্যে সারা বিশ্বে সাড়া ফেলেছে। এবারো সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম, নেপাল, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ও ভাষার কবিদের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ২৯তম জাতীয় কবিতা উৎসব আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে।’
আগামী ৩০ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের চূড়ান্ত ও বিস্তারিত জানানো হবে তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, সাধারণ সম্পাদক কবি আসলাম সানী, উৎসবের যুগ্ম আহ্বায়ক কবি তারিক সুজাত, সাংসদ কবি কাজী রোজী প্রমুখ।