ইউরোপে ১৫০ টি ট্যাংক ও সেনা পাঠাবে আমেরিকা
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইউরোপে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর কমান্ডার লে. জেনারেল ফ্রেডরিক বেন হোডজেস বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ ইউরোপে আরো ৩,০০০ সেনা এবং দেড়শ’র বেশি ট্যাংক পাঠানোর পরিকল্পনা করেছে ওয়াশিংটন।ইউরোপে এরই মধ্যে ৬৭ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
বাড়তি ৩,০০০ সেনা মার্চ থেকে চলতি বছরের শেষ নাগাদ সেখানে পৌঁছাবে বলে আশা করছেন জেনারেল হোডজেস।অবশ্য, ট্যাংকের নতুন বহর কোথায় মোতায়েন করা হবে এখনো সে সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয় নি। নতুন এই ট্যাংক বহর জার্মানিতে মোতায়েনের সম্ভাবনা বেশি।আফগানিস্তানে থেকে সেনা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ইউরোপে আরো অধিক সেনা ও সামরিক যান মোতায়েন করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সম্ভব হয়ে উঠেছে।২০১৪ সালের গোড়ার দিকে ইউরোপের মাটিতে মার্কিন কোনো ট্যাংক ছিল না। কিন্তু ক্রিমিয়া প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে একত্রীভূত হওয়ার পরিপ্রেক্ষিতে ইউরোপে সাঁজোয়া যান মোতায়েন শুরু করে আমেরিকা।
সূত্র: রেডিও তেহরান/