প্রযুক্তি ডেস্কঃমাত্র ৩০ সেকেন্ডেই চার্জ হবে মোবাইল আর ল্যাপটপ চার্জ হবে ১ মিনিটেই। স্মার্ট ফোনের সবচেয়ে বড় সমস্যা এর ব্যাটারি। একবার চার্জ করে বেশিক্ষণ যেমন ব্যবহার করা যায় না তেমনি চার্জ হতেও লাগে দীর্ঘ সময়।

mobile

এজন্য বিশেষ ধরনের ব্যাটারি তৈরি করেছে ইসরায়েলভিত্তিক স্টার্টআপ কোম্পানি স্টোরডট।প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, মোবাইল ফুল চার্জ হবে মাত্র ৩০ সেকেন্ডেই আর ল্যাপটপসহ যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট চার্জ হবে ১ মিনিটেই। এজন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করে কৃত্রিম অণুর সমন্বয়ে বিশেষ ব্যাটারি তৈরি করা হয়েছে। ব্যাটারিটি অনেকটা স্পঞ্জের মতো শক্তি শোষণ ও ধারণ করে রাখতে পারে। ফলে দ্রুত ডিভাইস চার্জ সম্ভব হবে।২০১৬ সালের মধ্যেই নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি বিশেষ এই ব্যাটারি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।নতুন এই চার্জার দিয়ে তারা একটি স্যামসাং স্মার্টফোন মাত্র ৩০ সেকেন্ডে শূন্য অবস্থা থেকে সম্পূর্ণ চার্জ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।নতুন এই প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য বা হাতের নাগালে আসতে আরো কত দিন লাগবে তা জানায়নি প্রতিষ্ঠানটি।এর সাহায্যে বর্তমানে ব্যাটারি যে গতিতে চার্জ হয় তার চেয়ে প্রায় ১০০ গুণ দ্রুত চার্জ দেয়া সম্ভব হবে, যা মানুষের মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপ ব্যাবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ পাল্টে দেবে।দিন দিন স্মার্টফোনে নিত্য নতুন সুবিধা আসলেও সব অর্জন ব্যর্থ হতে চলেছিল ব্যাটারির সমস্যার সমাধান করতে না পারার কারণে।-বিবিসি