রাজধানীতে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ডিএমপি
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে পুলিশ। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম সকাল ৯টা থেকে এই প্রত্যাহার আদেশ জারি করেন।
আদেশে ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের মিছিল, সভা-সমাবেশ ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে গত ৪ জানুয়ারি বিকেল পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভা-সমাবেশ, মিছিল ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।