সিরিয়াকে সহায়তার বিষয়টি ‘হাস্যকর’
ইন্টারন্যাশনাল ডেস্কঃ তেহরান সিরিয়াকে পরমাণু বোমা তৈরিতে সহায়তা করছে বলে জার্মান সাপ্তাহিক ডার স্পাইগেল যে দাবি করেছে তাকে “হাস্যকর” বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ।সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আইওনিস কাসোলাইদের সঙ্গে তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন জারিফ। তিনি আরো বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ভাবমর্যাদা নষ্ট করার তৎপরতার অংশ হিসেবে এ জাতীয় প্রচারণা চালানো হচ্ছে।
এ ছাড়া, এ জাতীয় প্রচারণা সিরিয়া প্রসঙ্গে ভুল নীতি গ্রহণেও সহায়তা করছে বলেও জানান তিনি ।শুক্রবার প্রকাশিত এক নিবন্ধে ডার স্পাইগেল দাবি করেছে, সিরিয়ার বাশার আল-আসাদের সরকার পরমাণু বোমা তৈরির তৎপরতা চালাচ্ছে। এ নিবন্ধে আরো দাবি করা হয়েছে, দামেস্ককে হয়ত বোমা তৈরিতে ইরানের সহায়তা লাভ করছে।এ জাতীয় সংবাদকে পরিষ্কার ভাষায় “হাস্যকর” হিসেবে অভিহিত করে জাওয়াদ জারিফ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইরান নিয়ে ভীতি এবং আতংক ছড়ানোই এ জাতীয় প্রতিবেদনের উদ্দেশ্য।ইরান নিজে কখনোই পরমাণু বোমা বানাতে চায় না এবং বিশ্বের সব দেশের পরমাণু বোমা তৈরির বিষয়ে একাধিকবার বিরোধিতা করেছে এ কথা উল্লেখ করে জারিফ বলেন, সব পরমাণু অস্ত্র ধ্বংসের দাবি করছে তেহরান।তিনি আরো বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পরমাণু বোমার বিরুদ্ধে ফতোয়ার ভিত্তিতে ইরান কখনোই বোমা তৈরির পথে যাবে না।
সূত্র: রেডিও তেহরান