মোজাম্বিকে বিষাক্ত বিয়ার খেয়ে ৫৬ জনের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্কঃ মোজাম্বিকের উত্তর-পশ্চিমাঞ্চলে বিয়ার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুসহ ৫৬ জন মারা গেছে। ঐতিহ্যবাহী এই বিয়ার স্থানীয়দের কাছে ‘ফোম্বে’ নামে পরিচিত
রোববার তেতে প্রদেশের স্বাস্থ্য পরিচালক কার্লা মোসে রেডিও মোজাম্বিককে জানান, এই ঘটনায় অসুস্থ অবস্থায় ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষাক্ত বিয়ার খেয়ে যারা মারা গেছেন তাদেরও এ ধরনের উপসর্গ দেখা দেয়। শনিবার সকালে বিষাক্ত বিয়ার পান করে ওই ৫৬ জন মারা যায়।
দৈনিক পত্রিকা ভেরদাদে জানায়, দুই বছরের এক শিশুসহ যারা মারা গেছে তারা সকলেই শুক্রবার এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ওই বিয়ার খেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ভুট্টা দিয়ে এই বিয়ার তৈরি করা হয়।
এদিকে এ ঘটনায় মোজাম্বিকের সরকার রোববার বিকেলে এক ডিক্রির মাধ্যমে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।