ফিফা বর্ষসেরা কোচ জোয়াকিম লো
স্পোর্টস ডেস্কঃ ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবল দলের কোচ জোয়াকিম লো। রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি আর অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনেকে পরাজিত করে এ পুরস্কার জিতলেন তিনি।
পুরস্কার জয়ের পর আনচেলত্তি এবং দিয়েগো সিমিওনেকেই সবার আগে ধন্যবাদ জানান জোয়াকিম লো
সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা সদর দপ্তরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে বর্ষসেরা পুরস্কার দেওয়ার পর্ব।
বর্ষসেরা ফুটবলারের জন্য ফিফা ব্যালন ডি’অরের জন্য ২৩জন ফুটবলারের তালিকা থেকে সংক্ষিপ্ত করে তিনজনের তালিকা তৈরী করা হয়েছে আগেই। যেখানে রয়েছেন দুই বিশ্বসেরা তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। সঙ্গে বিশ্বকাপজয়ী জার্মান দলের সদস্য ম্যানুয়েল ন্যুয়ার।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হয় মূল অনুষ্ঠান। এর আগেই অবশ্য নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় ব্যালন ডি’অরের প্রস্তুতি।