মার্কিন সামরিক বাহিনীর টুইটার ও ইউটিউব হ্যাক
সেন্টকম-এর টুইটার ফিডে ঢুকে হ্যাকাররা লিখেছে, ‘মার্কিন সৈন্যদল, আমরা আসছি, এবারে নিজেদের সামলাও’।পাশাপাশি, কয়েকজন সেনা কর্মকর্তার নামের একটি তালিকা, তাদের ফোন নম্বার এবং মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু তথ্যও প্রকাশ করা হয়েছে। তবে, সেখানে ক্লাসিফাইড বা গোপনীয় কোনো তথ্য প্রকাশিত হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন, এই ঘটনাটি বিব্রতকর কিন্তু নিরাপত্তার জন্য উদ্বেগজনক নয়। তবে হ্যাক করা একাউন্টগুলোতে যে সমস্ত তথ্য, ছবি ও গ্রাফ প্রকাশ করা হয়েছে সেগুলোকে অপেশাদার কাজ বলে মনে হচ্ছে।কারন, যে সমস্ত তথ্য তারা প্রকাশ করেছে সেগুলোর বেশির ভাগই কোনো অপ্রকাশিত তথ্য নয়। বরং এখানে এমন অনেক কিছুই পোস্ট করা হয়েছে যা ইন্টারনেটে আগেই ছিল।হ্যাকিং-এর এই ঘটনাটি এমন একটি সময়ে ঘটলো যখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে একটি বক্তব্য দিচ্ছিলেন।