একনেকে ৫ প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদকঃ ১৮ হাজার ৪০৪ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে চারটি নতুন এবং একটি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থ তহবিল (জিওবি) নেয়া হবে ১৪ হাজার ২১২ কোটি টাকা আর প্রকল্প সাহায্য চার হাজার ১৯২ কোটি টাকা।
Posted in: জাতীয়