“ভেবে নিও তুমি”
রাফাত মেহরাবঃ
রাতের শেষ তারাটি
যখন যাবে হারিয়ে,
ভেবে নিও তখন,
তুমি ঘুমিয়ে আছো
আমার জাগ্রত হৃদয়ে।
ভোরের হিমেল হাওয়া
যখন যাবে বয়ে,
ভেবে নিও তখন,
হাওয়া হয়ে আমি
তোমায় যাবো ছুঁয়ে।
সকালের সোনা রোদ উঠবে
যখন আঁধার হটিয়ে,
ভেবে নিও তখন,
হাসিয়ে দেবো তোমায় আমি
তোমার মৌনতা কাটিয়ে।
গোধূলীর আলোয় পাখিরা
যখন নীড়ে ফিরে যায়,
ভেবে নিও তখন,
দূরদিগন্তের রক্তিম আভায়
আমি খুঁজেছি তোমায়।
কোনো এক নিশ্চুপ রাতে
তুমি যখন নিদ্রাহীন,
ভেবে নিও তখন,
আমি ভেবে যাই কি করে
কেটেছে তুমিহীনা সারাদিন।
ভেবে নিও তুমি
তোমাকে ভেবে কাটে
আমার প্রতিটি রাত-দিন,
ভাবতে থাকি কি করে
শোধ দেব তোমার
হারানো ভালোবাসার ঋণ।
Posted in: শিল্প-সাহিত্য