অবৈধ সরকারের জুলুম নির্যাতনের মাত্রা এখন ভয়াবহ আকার ধারণ করেছেঃ রিজভী
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারাদেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘জবরদখলকৃত রাষ্ট্রীয় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অবৈধ সরকারের জুলুম নির্যাতনের মাত্রা এখন ভয়াবহ আকার ধারণ করেছে।’মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো দলের সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা
বিএনপির সভাপতি মো. শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ এবং জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা লিংকনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।তিনি গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিশর্ত মুক্তির জোর দাবি জানান।