বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো ভূমিকা থাকবে না
ইন্টারন্যাশনাল ডেস্কঃ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো ভূমিকা থাকবে না মন্তব্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেছেন, বাংলাদেশ কিভাবে চলবে তা সে দেশের সরকার ও জনগণই ঠিক করবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো ভূমিকা নেই, আগামী দিনেও থাকবে না।সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র সাংবাদিকদের এসব কথা জানান।
গুলশানে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়াকে অমিত শাহ ফোন করেছিলেন কিনা এমন বিষয়ে জানতে চাইলে আকবর উদ্দিন বলেন, ‘বাংলাদেশে কী ধরনের সমাজ থাকবে, কোন বিষয় প্রাধান্য পাবে, ভারত তা ঠিক করে দেয়ার কেউ নয়। বাংলাদেশের সরকার ও সে দেশের জনগণই ঠিক করবে দেশ কিভাবে চলবে।’
বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের সাহায্য চাইলে ভারত সে সাহায্য করবে কিনা এমন প্রশ্নের জবাবে আকবর উদ্দিন ভারতের ভূমিকা স্পষ্ট করেন বলেন, ‘বাংলাদেশের মতো বন্ধু প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে ভারতের মনোভাব ও নীতি অপরিবর্তিত। ভারত সব সময় বাংলাদেশের মঙ্গল চায়। স্থিতিশীল, শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চায় ভারত।