সর্বোচ্চ গোলদাতা রদ্রিগেজ!
স্পোর্টস ডেস্ক : এক বছর আগেও নামটা ছিল অখ্যাত। মিডিয়াতে তাকে নিয়ে ছিল না মাতামাতি। ভাগ্যটা পাল্টে যায় ব্রাজিল বিশ্বকাপে। কলম্বিয়ার সেই হামেস রদ্রিগেজের গোলই নির্বাচিত হলো বছরের সেরা গোল হিসেবে। সোমবার রাতে ফিফা ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে পুসকাস পুরস্কার দেওয়া হয় তাকে।
গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় রদ্রিগেজের দল কলম্বিয়া। এরপরও ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (গোল্ডেন বুট) লাভ করেন তিনি। বিশ্বকাপের শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে ভলিতে করা গোলই বছরের সেরা গোল নির্বাচিত হয়
রদ্রিগেজ ৩.৩ মিলিয়ন ভোটের ৪২ শতাংশ পান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আয়ারল্যান্ডের স্টেফানি রোচে। প্রথম কোনো নারী ফুটবলার হিসেবে সেরা গোলের পুরস্কার জিততে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিনি। কিন্তু ২৩ বছর বয়সি কলম্বিয়ানের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাকে। তিনি ভোট পান ৩৩ শতাংশ। আর ফ্লাইং ম্যান খ্যাতি পাওয়া নেদারল্যান্ডসের রবিন ফন পার্সি তৃতীয় হন।
অবশ্য পুসকার পুরস্কার পাওয়ায় রদ্রিগেজকে অভিনন্দন জানাতে ভোলেননি রোচে। টুইটারে তিনি লিখেন, ‘এক মিলিয়ন ভোট পাওয়াটা আমার জন্য সত্যি গর্বের। হামেসকে অভিনন্দন। দারুণ এক অভিজ্ঞতা এটি। এই সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, বিশ্বকাপের পর মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন রদ্রিগেজ। আর তার ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো তৃতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জেতেন।