ফিফার সেরা একাদশের নাম ঘোষণা
স্পোর্টস ডেস্ক : বিশ্বের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ২০১৪ সালের সেরা একাদশের নাম ঘোষণা করেছে। সেরা এই দলে রয়েছেন বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর পাওয়া পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, আর্জেন্টিনার লিওনেল মেসি ও জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
একাদশে স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মানির ক্লাব বার্য়ান মিউনিখের খেলোয়াড়ের আধিপত্য সবচেয়ে বেশি। তবে একাদশে সবচেয়ে বিস্ময়করভাবে স্থান করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ও প্যারিস সেন্ট জারমেইনের (পিএসজি) ডিফেন্ডার ডেভিড লুইজ ও থিয়াগো সিলভা।রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদ থেকে সেরা একাদশে জায়গা পাওয়া খোলোয়াড়রা হলেন, স্পেনের সার্জিও রামোস ও জার্মানির বিশ্বকাপ দলের সদস্য টনি ক্রস।
বুন্দেসলিগ জায়ান্ট বার্য়ান মিউনিখের নয়্যার ছাড়াও ফিলিপ লাম ও ডাচ তারকা অ্যারিয়েন রোবেন রয়েছে সেরা একাদশে। স্পেনের কাতালোনিয়ান ক্লাব বার্সোলোনার মেসি ছাড়াও আন্দ্রেই ইনেস্তা রয়েছে ওই দলে। আর্জেন্টিনার তারকা খেলোয়াড় অ্যাঞ্জেলা ডি মারিয়াকে সেরা একাদশে স্থান দিয়েছে ফিফা। ৬০টি দেশের ২৩ হাজার ৩৮৩ জন ভোটাদের ভোটের মাধ্যমে সেরা একাদশ গঠন করা হয়।