এক মাসের মধ্যে তিকরিত মুক্ত হবে’
ইন্টারন্যাশনাল ডেস্কঃ আগামী এক মাসের কম সময়ের মধ্যে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র হাত থেকে তিকরিত শহর মুক্ত করা হবে। এ জন্য শিগগিরি ইরাকের সরকারি সেনারা সেখানে অভিযান চালাবে। এ কথা ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।তিকরিত হচ্ছে সাবেক স্বৈরশাসক সাদ্দামের জন্মস্থান এবং রাজধানী বাগদাদ থেকে এর দূরত্ব ১৬০ কিলোমিটার।তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীকে সামরিক সমর্থন দেয়ার বিষয়ে মার্কিন সরকারের ধীরগতিও তীব্র সমালোচনা করেছেন হায়দার আবাদি। তিনি বলেন, ইরাকি সেনাবাহিনী পুনর্গঠনে অন্তত তিন বছর সময় লাগবে তবে তার মানে এই নয় যে, আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ তিন বছর স্থায়ী হবে।গত বছর আইএসআইএল ইরাক ও সিরিয়ার বিরাট এলাকা দখল করে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে হামলার জন্য মার্কিন নেতৃত্বাধীন জোট গঠন হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে এ জোট বিমান হামলা চালালেও কার্যকর কোনো সফলতা পায় নি।এছাড়া, আইএসআইএল হচ্ছে মার্কিন ও ইহুদিবাদী ইসরাইলের আশির্বাদপুষ্ট একটি সন্ত্রাসীগোষ্ঠী। ফলে প্রথম থেকে জনমনে মার্কিন জোটের বিমান হামলা নিয়ে সন্দেহ ছিল।