ইউক্রেনে বাস হামলায় নিহত ১২
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইউক্রেনে একটি যাত্রীবাহী বাসে শেলের আঘাতে কমপক্ষে ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩ জন।মঙ্গলবার রাজধানী দোনেতস্ক থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বুয়াস চেকপয়েন্টে এই হামলার ঘটনা ঘটে
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা এ হামলার জন্য রুশপন্থি বিদ্রোহীদের দায়ি করেছেন। যদিও বিদ্রোহী নেতারা এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।বিবিসি জানিয়েছে, যাত্রীবাহী বাসটি উপকূলীয় শহর মারিউপোল থেকে দোনেতস্ক আসার পথে ভোলনোভাখা শহরের কাছে শেল হামলার শিকার হয়। হামলার পর দোনেতস্ক এবং মারিউপোলের সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে।এ হামলা সম্পর্কে দোনেতস্ক আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ভিয়াচেশ্লাভ আবরোস্কিন জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, বাসটিতে শেল হামলা চালানো হয়েছিল। পরে এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, সম্ভবত বাসটিতে গ্রাড রকেট হামলা চালান হয়েছিল।হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যায়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো দু’জন।