পিটারসেনের দলে ফেরা অনিশ্চিত
স্পোর্টস ডেস্কঃ কেভিন পিটারসেন এখনো ইংল্যান্ড দলে ফেরার স্বপ্ন দেখেন। কিন্তু তারই সাবেক সতীর্থ ফাস্ট বোলার স্টিভ হার্মিসন মোটেও সেই সম্ভাবনা দেখেন না। হার্মিসনের বিশ্বাস, ইংল্যান্ড দলের ধারে কাছেও আর কখনও দেখা মিলবে না পিটারসেনের
।
২০১৪ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ তে হারল ইংল্যান্ড। এরপরই পিটারসেনকে বরখাস্ত করে ইংলিশ ক্রিকেট সংস্থা। তারপর থেকে দলে আর জায়গা পাননি পিটারসেন। আর তার অবস্থা বিচার করে হার্মিসন বলেছেন, “ইংল্যান্ড ক্রিকেট দলের ধারেকাছেও যদি কোনসময় আসতে পারে কেভিন তাহলে খুব বিস্মিত হব। কেভিন খুব ভালো খেলোয়াড়। সে নানা কথা বলে। এর মধ্যেও রান করে। কিন্তু বাস্তবতা হল কেভিনকে বরখাস্ত করার পেছনে অনেক মানুষ জড়িত।”
সম্প্রতি পিটারসেন আবার তার বেশি কথা বলার অভ্যাস প্রমাণ করেছেন। ইংলিশ দলকে ঈর্ষা কাতর বলেছেন। আবার বলেছেন, “আমাদের বর্তমান অধিনায়ক আমাকে দলে দেখতে চাইবেন। আমি ইংল্যান্ড দলে খেলতে চাই। যে কোনও সময়ের চেয়ে এখন ভালো ব্যাট করছি আমি।” নতুন ওয়ানডে অধিনায়ক ইউইন মরগ্যানের কথা বলেছেন পিটারসেন। এবং অধিনায়কের নাম উচ্চারণ করে হার্মিসনের সমালোচনার মুখে পড়েছেন পিটারসেন।