খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের অবস্থা স্থিতিশীল
গত মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে রিয়াজ রহমানকে হাসপাতালটির জরুরি বিভাগ হয়ে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালটির অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুল হাসান ও গ্যাস্ট্রোইন্ট্রোলজিস্ট বিশেষজ্ঞ ডা. ফাইয়াজ হোসেন শুভের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এগুলোর রিপোর্ট পর্যালোচনা করে তার অস্ত্রোপচার বা পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান চিকিৎসকরা।সূত্রটি জানায়, রিয়াজ রহমানের এমআর, এক্স-রে ও ইকো করা হয়েছে। এসব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পেলে সেগুলো নিয়ে বসবেন চিকিৎসকরা। রিপোর্ট পর্যালোচনা করে তার অস্ত্রোপচার কখন হবে বা কিভাবে হবে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় রিয়াজ রহমানের চিকিৎসার্থে মেডিকেল বোর্ড গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেওয়া হয়।