বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » রোনালদোকে বর্ষসেরা বেছে নেওয়ার পাঁচটি কারণ

রোনালদোকে বর্ষসেরা বেছে নেওয়ার পাঁচটি কারণ 

স্পোর্টস ডেস্কঃ    বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিমের কোনও সদস্যকে নিয়মানুযায়ী ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার কথা থাকলেও সেই নিয়ম অনেকদিন আগেই হিমঘরে তুলেছে ফিফা৷

গত পাঁচ বছরে এই খেতাব গিয়েছে মেসি বা রোনালদোর দখলে৷ তৃতীয় ফুটবলার সেখানে থেকেছেন দর্শকেরই ভূমিকায়৷ এই নিয়ে ফিফাকে একহাত নিতেও ছাড়েননি প্রাক্তনরাএত সমালোচনা সত্ত্বেও এবছরও ব্যালন ডি’অর অনুষ্ঠানে কোনও চমক নেই৷ খেতাব গিয়েছে সিআরসেভেন-এর দখলেই৷ তবে কেন টানা দ্বিতীয় বছরের জন্য বর্ষসেরা ফুটবলারের তকমা পেলেন রোনালদো৷ সেই কারণগুলি একবার দেখা

ronaldo

১. রিয়ালকে দশম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব (লা ডেসিমা) এনে দেওয়ার পিছনে রোনালদোর ভূমিকা ছিল অপরিসীম৷ এক মৌসুমে মেসির সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড ভেঙেছিলেন রোনালদো ১৭টি গোল করে৷

২. লা ডেসিমা জেতার পর স্প্যানিশ লিগেও গোলের বন্যা বইয়ে দিয়েছেন সিআরসেভেন৷ গত মরশুমে চার চারটি হ্যাটট্রিক রয়েছে তাঁর৷

৩. পাওলেতাকে টপকে পর্তুগালের সর্বোচ্চ গোলস্কোরার এখন রোনালদো৷ আন্তর্জাতিক ফুটবলে ৫২টি গোল রয়েছে তাঁর৷

৪. তিনটি বিশ্বকাপের মূলপর্বেই গোল রয়েছে রোনালদোর৷ যা আগে কোনও পর্তুগিজ ফুটবলার করে দেখাতে পারেননি৷

৫. রিয়ালের ঘরের মাঠ বার্নাবিউতে এককথায় গত বছর অপ্রতিরোধ্যই ছিলেন রোনালদো৷ প্রতিটি ম্যাচেই প্রায় গোল পেয়েছেন তিনি৷ ১৪ ম্যাচে ২৩টা গোল করেছেন রোনালদো৷

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone