বৃহস্পতিবার হরতালকে কেন্দ্র করে গুলিস্তানে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল বৃহস্পতিবার হরতালকে কেন্দ্র করে রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১টার দিকে রাজধানীর গুলিস্তান শপিং সেন্টারের সামনে বন্ধন পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। গুলিস্তান স্টেডিয়াম মোড় থেকে গাড়িটি ছাড়ার পরই কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউকে গ্রেপ্তার করতে পারেনি। কেউ হতাহতের শিকার হয়নি বলে জানান তিনি। কামাল মল্লিক জানান, গাড়িটির গতি বেশি থাকায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
এদিকে ধানমন্ডি সাতাশ নম্বরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী আমাদের নিজস্ব প্রতিবেদক তানিম আহমেদ জানান, বেলা একটা সাত মিনিটের দিকে ধানমন্ডি সাতাশ নম্বর মোড়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পরে।
Posted in: জাতীয়