ধোনির প্রশংসায় কপিল
স্পোর্টস ডেস্ক : চলতি অস্ট্রেলিয়া সিরিজের মাঝ পথে টেস্ট ক্রিকেটকে বিদায় বলায় অনেকে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জোর সমালোচনা করেছিলেন। সমালোচকদের ভাষ্য ছিল, এটা দলের ওপর নেতিবাচক প্রভাব রাখতে বাধ্য। কিন্তু কপিল দেব তা মানছেন না। বরং টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক প্রশংসায় ভাসাচ্ছেন অনুজকে। ক্ষমতার মোহ না দেখিয়ে ধোনির সরে দাঁড়ানোকে স্যালুটও জানাচ্ছেন তিনি
মঙ্গলবার এক সাক্ষাৎকারে কপিল বলেন, ‘তুমি খুব সহজেই ১০০ টেস্ট খেলতে পারতে। কিন্তু তা না করে মাইলফলক ছোঁয়ার আগেই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছ তুমি। আমরা তা করতে পারতাম না। আর তুমি আকারে ইঙ্গিতে এটাও বলার সাহস দেখিয়েছ যে- আমি আমার সেরাটা দিয়েছি , এখন তরুণরা তাদের কাজটা করুক। সেজন্য আমি বলবো ধোনি ঠিক কাজটাই করেছে। তাকে স্যালুট জানাতেই হবে।’
এরপর অসি কিংবদন্তি গ্রেগ চ্যাপেলের একটি উক্তি তুলে ধরেন কপিল। চ্যাপেলের উক্তি তুলে ধরে সাবেক ভারত অধিনায়ক বলেন, ‘একজন ক্রিকেটার যখন তার নির্ধারিত সময়ের থেকে বেশি খেলেন, তখন তিনি অন্তত পরের তিনটি প্রজন্মকে ধ্বংস করেন।’ সুতরাং ধোনিকে দোষ দেয়াটা হবে বোকামি। বরং এর বদল মাহির প্রশংসা করতে হবে। কারণ, সে একজন কিংবদন্তি।’