তারেক রহমানের পর এবার খালেদার নির্দেশ
নিজস্ব প্রতিবেদকঃ চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ ৪ জানুয়ারি তারেক রহমান মহানগরীর এক এলাকা থেকে অন্য এলাকা বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছিলেন। এবার তারেক রহমানের পথেই হেঁটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও একই রকম নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের।বিশ্বস্তসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫জানুয়ারি) রাতে খালেদা জিয়া ৩০ জেলা বিএনপির দায়িত্বশীল নেতার সঙ্গে ফোনালাপ করেন
ওইসব ফোনালাপে আন্দোলন আরও তীব্র করতে অহিংসপথে থেকে এক এলাকা থেকে আরেক এলাকা বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। জেলা নেতাদের তিনি বলেছেন, ‘প্রতিটি উপজেলায় আন্দোলন তীব্র করা না গেলে এক এলাকার আইনশৃঙ্খলা বাহিনী অন্য এলাকায় গিয়ে যৌথভাবে ২০-দলীয় জোটের আন্দোলন দমনে ভূমিকা রাখবে। সেক্ষেত্রে এলাকা থেকে এলাকা বিচ্ছিন্ন করে প্রতিটি এলাকায় আন্দোলন আরও জোরদার করা গেলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক ভূমিকা রাখার সুযোগ নাও পেতে পারে।’তবে খালেদা জিয়া এলাকা থেকে এলাকা বিচ্ছিন্ন করার কথা বললেও অহিংস থাকতে বলেছেন নেতাকর্মীদের। সাধারণ মানুষের জানমালের ক্ষতি যাতে না হয়, তা বিবেচনায় রেখেই আন্দোলন তীব্র করতে বলেছেন তিনি।