অমানবিক নজির সৃষ্টি করলেন বাবা
পুলিশ জানিয়েছে, মেয়ে পছন্দ ছিল না বাবার। সে কারণেই তাঁকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করছিলেন তিনিসূত্রে জানা গেছে, ওই ব্যক্তির স্ত্রী যখন বাড়িতে ছিলেন না, তখন আবুল হোসেন তার বাড়ির পেছনে একটা গর্ত খোঁড়েন। সেখানে তিনি নিজের মেয়ের হাত বেঁধে পুঁতে দেওয়ার চেষ্টা করেন। যাতে মেয়ে শব্দ করতে না পারে এজন্য তার মুখও বেঁধে দেনকিন্তু কিছুক্ষণের মধ্যে অবুলের স্ত্রী ফিরে আসায়, বাঁশের ঝুড়ি দিয়ে অপরাধ আড়াল করার চেষ্টা করেন তিনি। বাড়ি ফিরে সন্দেহ হয় স্ত্রীর। পরে ওই নারীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই আড়াল সরিয়ে উদ্ধার করে মেয়েটিকে। হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ আবুলকে গ্রেপ্তার করেছে।