বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » স্মার্টকার্ডে জাতীয় পরিচয়পত্র দিবে নির্বাচন কমিশন

স্মার্টকার্ডে জাতীয় পরিচয়পত্র দিবে নির্বাচন কমিশন 

নিজস্ব প্রতিবেদকঃ বহুমূখি ব্যবহার উপযোগী প্রযুক্তি ও তথ্য সমৃদ্ধ স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র নিয়ে সু-সংবাদ দেবে নির্বাচন কমিশন (ইসি)। দুপুরে এ সংক্রান্ত একটি ঘোষণা দিতে কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে।

গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব সিরাজুল ইসলাম জানিয়েছিলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে স্মার্টকার্ড বিতরণ করা শুরু করবে নির্বাচন কমিশন। সিরাজুল ইসলাম জানান, ‘গত বিজয় দিবসে ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে আগামী স্বাধীনতা দিসবে ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছি। তবে এতটুকু বলতে পারি, কার্ড তুলে না দিতে পারলেও সেদিন প্রতীকী কার্ড দেয়ার মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করবো।’

card

স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণের জন্য ফরাসি কোম্পানি অবারথু টেকনোলজির সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি স্বাক্ষরিত হয়। কোম্পানিটি ৯ কোটি স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণ করবে। ৭৯৬ কোটি ২৬ লাখ টাকা মূল্যের এই চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০১৬ সালের জুন পর্যন্ত। জুনের মধ্যেই ৯ কোটি ভোটারেদের হাতে স্মার্টকার্ড তুলে দিতে চায় ইসি। জানা গেছে, স্মার্টকার্ডটির মেয়াদ হবে ১০ বছর। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ১৫ কোটিরও বেশি জনসংখ্যার বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকায় নাম উঠেছে ৯ কোটি ২২ লাখের মতো মানুষের। ১৮ বছর বা তার বেশি বয়সী এই ভোটারদের সিংহভাগের হাতে পৌঁছেছে লেমিনেশন করা কাগজের তৈরি জাতীয় পরিচয়পত্র। সরকারের বিভিন্ন সেবা নিতে এ পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করারও পরিকল্পনা সরকারের রয়েছে।

এছাড়া দেশের সকল নাগরিককেই জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ খান জানিয়েছেন, এখন সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেয়ার সুযোগ রেখে আইন সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি পাস হলে পর্যায়ক্রমে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগ ১৮ বছরের কম বয়সীদেরও তথ্যসংগ্রহ করে কার্ড দিতে পারবে। তিনি আরও জানান, বর্তমানে ভোটারদের কাছে বিদ্যমান লেমিনেটেড ন্যাশনাল আইডি কার্ড ফেরত নিয়ে প্রথমবারের মত বিনামূল্যেই স্মার্টকার্ড দেয়া হবে। এরপর পুনরায় মেশিনে পাঠযোগ্য এই কার্ড পেতে চাইলে একটি নির্দিষ্ট ফি দিতে হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone