বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ মুহূর্ত!
স্পোর্টস ডেস্কঃ ভোটের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ মুহূর্ত নির্বাচন করতে যাচ্ছে আইসিসি। যার মাঝে এরই মধ্যে স্থান করে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ জেতানো ইনিংস। আছে ৯৯ বিশ্বকাপে বাংলাদেশের পাকিস্তান বধের মুহূর্তও। সেই সঙ্গে ইমরান খানের অধিনায়কত্ব, জন্টি রোডসের অবিশ্বাস্য রান আউটও বাদ যায়নি।
ভোটের মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা নির্বাচন করবেন সেরা মুহূর্তগুলো। এ পর্যন্ত সেরা দশের এক নম্বরে ধোনির ২০১১ বিশ্বকাপ ফাইনাল ইনিংসটি। প্রায় ৫০ হাজার ভোট পড়েছে ক্যাপ্টেন কুলের ইনিংসের পক্ষে। তার ৭৯ বলে ৯১ রানের ইনিংসে ভর করে ২৮ বছর পর শিরোপা পুনরুদ্ধার করে ভারত। দু নম্বরে আছে ইংল্যান্ডের বিপক্ষে আইরিশ ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়ানের ৫০ বলে শত রানের ইনিংসটি। বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করে তিনি আয়ারল্যান্ডকে এনে দেনে ঐতিহাসিক জয়। ডোয়াইন লেভরকসের ১২৭ কেজি ওজনের বিশাল দেহ নিয়ে সেই অবিশ্বাস্য ক্যাচ আছে সেরা মুহূর্তের তৃতীয় স্থানে
ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং ভেল্কি নয়, ৯২ সালে ইমরান খানের অধিনায়কত্ব সেরার বিচারে চতুর্থ স্থানে। চল্লিশ বছর বয়সে বিচক্ষণ নেতৃত্বে পাকিস্তানকে জেতান প্রথম বিশ্বকাপ।
ঐ আসরেই হাওয়ায় ভেসে জন্টি রোডসের নেয়া অবিশ্বাস্য এই রান আউটটি তালিকায় পঞ্চম সেরা মুহূর্ত। ৯৯ সালে প্রথমবারের মতো অংশ নিয়ে জায়ান্ট পাকিস্তানকে ৬২ রানে হারানো ম্যাচটি স্মরণীয় স্মৃতির ষষ্ঠ অবস্থানে। তবে এটাই চূড়ান্ত নয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত ১০০টি মুহূর্তের সবগুলো প্রকাশ করবে আইসিসি। সেরা মুহূর্তটি সম্পর্কে জানতে তাই অপেক্ষায় থাকতে হবে সে পর্যন্ত।