চেলসি, ম্যানইউ-লিভারপুলের জয়
স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। চেলসি ৫-০ গোলে সোয়ানসি সিটিকে, লিভারপুল ২-০ গোলে অ্যাস্টন ভিলাকে এবং একই ব্যবধানে ম্যানইউ হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে
সোয়ানসির মাঠে একবাক্যে গোলউৎসব করেছে হোসে মরিনহোর দল চেলসি। প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়েছে তার শিষ্যরা। দুটি করে গোল করেছেন অস্কার ও দিয়েগো কস্তা। বাকি গোলটি শ্রুলের।
এদিকে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। বোরিনি ও লাম্বার্টের গোলে লিভারপুল ২-০ গোলে জিতেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। আর ফেলাইনি ও উইলমসের গোলে ম্যানচেস্টার ইউনাইটেড একই ব্যবধানে হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে।