৩৫০ ইয়াজিদিকে মুক্তি দিয়েছে আইএস
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইরাকের উত্তরাঞ্চলে ইয়াজিদি ধর্মীয় সম্প্রদায়ের প্রায় ৩৫০ সদস্যকে মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)।বিবিসি জানিয়েছে, মূলত বর্ষীয়ান ইয়াজিদিদের মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠিটি, শনিবার তারা আইএস নিয়ন্ত্রিত এলাকার সীমা অতিক্রম করে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেন।
মুক্তি পাওয়াদের মধ্যে বেশিরভাগই বয়স্ক পুরুষ ও নারী। এর মধ্যে বেশ কয়েক অসুস্থ শিশুও রয়েছে। আইএস নিয়ন্ত্রিত অঞ্চল পেরিয়ে আসার পর কুর্দি পেশমার্গা বাহিনীর সেনারা তাদের গ্রহণ করে।কী কারণে ওই নাগরিকদের ছেড়ে দেওয়া হলো এ ব্যাপারে কিছু জানা যায়নি।
গত বছরের আগস্টে আইএস সদস্যরা সিনজার পর্বত দখলে নেওয়ার পর থেকে ওই ইয়াজিদিরা সেখানে আটকা ছিলেন।মুক্তি পাওয়া ইয়াজিদিদের বেশিরভাগই অসুস্থ। তাদের বতর্মানে একটি স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।
ইয়াজিদি মানবাধিকারকর্মী খোদর দুমলি জানান, অনেকে আঘাতপ্রাপ্ত, অনেকে শারীরিকভাবে অক্ষম এবং অনেকে মানসিক সমস্যায় ভূগছেন।এদের মসূলে স্থানান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।