রুবেলের জামিন বাতিল চেয়ে হ্যাপির রিট
রবিবার সকালে চিত্র নায়িকা হ্যাপির পক্ষে এ রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। হ্যাপির আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে রুবেল হোসেনকে মামলার হাজিরা থেকে অব্যাহতি ও তাকে বিদেশে যাওয়ার অনুমতি কেন দেয়া হলো তা জানতে চেয়ে হ্যাপির পক্ষ থেকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।হ্যাপির আইনজীবী ড. ইউনূছ আলী আকন্দ বৃহস্পতিবার দুপুরে সরকারি ডাকযোগে এই নোটিশ পাঠান।আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে তিনি হাইকোর্টে রিট করবেন বলেও জানিয়েছিলেন। আইন মন্ত্রণালয়ের সচিবকে এই ঘটনা তদন্ত করার জন্য নোটিশে আহ্বান জানানো হয়েছে।তবে নোটিশের জবাব না পাওয়ায় রবিবার পেসার মো. রুবেল হোসেনের জামিন বাতিল করার নির্দেশনা চেয়ে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়।উল্লেখ্য, গত বুধবার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদানের জন্য এবং বিশ্বকাপ ক্রিকেটে খেলার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে পৃথক দু’টি আবেদন করেন রুবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার শুনানি শেষে দু’টি আবেদনই মঞ্জুর করেন।