ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় মোহাম্মদ ইয়াকুব হায়দারি
ইন্টারপোলের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০০৩ সালে কর ফাঁকির অভিযোগে এস্টোনিয়ায় ওয়ান্টেডের তালিকায় রয়েছেন মোহাম্মদ ইয়াকুব হায়দারি।তবে, হায়দারি কোনও ধরনের আইনি জটিলতায় ভুগছেন, এমন তথ্য আফগান প্রেসিডেন্ট কার্যালয়ের জানা না থাকলেও এখন তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এক মুখপাত্র। কয়েক বছর ধরে হায়দারি ওয়ান্টেড তালিকায় থাকলেও আফগানিস্তানে খবরটি কখনও সেভাবে জানাজানি হয়নি
এদিকে, হায়দারি বলছেন, যদিও মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম আছে, কিন্তু তিনি আসলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সংবাদ সংস্থা রয়টার্স তার উদ্ধৃতি দিয়ে জানায়, ‘বিশ্ব রাজনীতি ও ব্যবসা-বানিজ্যের সাথে সম্পৃক্ত থাকলে এমনটা ঘটতেই পারে।’ তিনি আরও বলেন, তার বিরুদ্ধে যে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে, সেটি পরিশোধের দায়িত্ব ছিল অন্য এক ব্যক্তির। যিনি হায়দারির কাছ থেকে এসটোনিয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠান কিনেছিলেন।ক্ষমতা গ্রহণের প্রায় তিনমাস পর সাবেক প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে সমঝোতার প্রেক্ষিতে গত সপ্তাহে মন্ত্রীসভার মনোনয়নের ঘোষণা দিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট।
–