রাজধানীর রাজপথে সর্তক অবস্থান নিয়েছে আ.লীগের নেতা-কর্মীরা
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব ইজতেমা পরবর্তী বিএনপি-জামায়াতের সকল প্রকার নাশকতা প্রতিরোধে রাজধানীর রাজপথে সর্তক অবস্থান নিয়েছে মহানগর আ.লীগের নেতা-কর্মীরা।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, টঙ্গী ইজতেমা মায়দান থেকে রাজধানী ঢাকার প্রবেশপথ সমূহে অবস্থান নিয়েছে মহানগরের নেতা-কর্মীরা। আজ আখেরি মোনাজাতের দিন সকাল থেকেই রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর থেকে শুরু করে আজমপুর জসিমউদ্দিন মোড় হতে শুরু করে বনানী ও মহাখালী এলাকায় পর্যন্ত রাজপথে অবস্থান নেয় আ.লীগের নেতা-কর্মীরা।
এছাড়াও রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান, বারিধারা ও বাড্ডা এলাকায়ও অবস্থান জোরদার করেছেন আ’লীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ বলেন,‘ ইজতেমার মুসুল্লিরা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে এজন্য আমাদের কর্মীরা রাস্তায় রাস্তায় সতর্ক রয়েছেন। কেউ নাশকতা করলে আমাদের কর্মীরা তাদেরকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে তুলে দেবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,‘ আমরা তো সব সময় মাঠে আছি। কেউ নাশকতা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। আওয়ামী লীগের কর্মীরা সতর্ক অবস্থায় রয়েছে। কাউকে ঢাকায় নাশকতার সুযোগ দেওয়া হবে না। ’