ডিপ্লোম্যাটিক জোন থেকে বিএনপির অফিস সরিয়ে দেওয়ার আহ্বানঃহাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদকঃ ডিপ্লোম্যাটিক জোন থেকে বিএনপির অফিস সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ডিপ্লোমেটিক জোনে বসে, খালেদা জিয়া পেট্রোল বোমা হামলার নেতৃত্ব দিচ্ছেন। ঐ এলাকায় অনেক বিদেশী থাকেন। ডিপ্লোম্যাটিক জোনে বিএনপির অফিস। এটা বিপদজনক
রবিবার দুপুরে সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি এ আহ্বান করেন।
হাছান মাহমুদ বলেন, বেগম জিয়ার কার্যালয়কে ঘিরে যাদের আনাগোনা, তারা হুমকি স্বরূপ। সরকারের প্রতি আহ্বান জানাই বিদেশী বন্ধুদের নিরাপত্তার জন্য গুলশান কার্যালয় অতিসত্ত্বর সরিয়ে নেয়া উচিত।
এময় বুদ্ধিজীবীদের কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক অঙ্গণে কিছু নতুন মুখের আবির্ভাব হয়েছে। তাদের মধ্যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ভাব। তারা বলতে চাইছে, বিএনপির সঙ্গে নাকি আমাদের আলোচনা করতে হবে।
তিনি বলেন, বাড়িতে ডাকাত পড়লে গৃহস্থ ডাকাতের সঙ্গে যেমন আলোচনায় বসে না, আমরাও বিএনপির সঙ্গে আলোচনা করবো না। আপনারাও (বুদ্ধিজীবী) তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।
ড.হাছান বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ব্রিটিশবিরোধী রাজনীতি যারা করতেন, তাদের দেখলে মানুষ শ্রদ্ধায় অবনত হত। মানুষ সম্মান করতো। দুঃখজনক হলেও সত্য, আজকে বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষ হত্যার রাজনীতি চলছে তা ভয়নীতি। ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত চক্র ধ্বংসের রাজনীতি শুরু করেছে। এদের প্রতিহত করতে হবে।
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।