আজ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন
নিজস্ব প্রতিবেদকঃ রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার মধ্যে শুরু হতে যাচ্ছে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। সোমবার বিকাল ৪টায় শুরু হতে যাওয়া এই অধিবেশন ২০১৫ সালের প্রথম অধিবেশন। বিধান অনুযায়ী রাষ্ট্রপতি বছরের প্রথম এই অধিবেশনে ভাষণ দেবেন। এরপরই অধিবেশন মুলতবি করা হবে।অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে বৈঠকে বসবে কার্য উপদেষ্টা কমিটি। ওই বৈঠকেই সংসদ অধিবেশনের মেয়াদ ঠিক হবে।২০১৪ সালের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম সংসদ। পঞ্চম অধিবেশন যখন বসতে চলছে, তখন আগাম নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ চলছে সারাদেশে
রেওয়াজ অনুযায়ী সোমবার সংসদের উত্তর প্লাজা দিয়ে প্রবেশ করবেন রাষ্ট্রপতি, যা প্রেসিডেন্ট প্লাজা নামেও পরিচিত।৬৫০০০ হাজার বর্গফুটের এই জায়গা মূলত রাষ্ট্রপতির প্রবেশের জন্য তৈরি করা। প্রায় ৫ বছর পর গত বছরের ২৯ জানুয়ারি এখান দিয়ে সংসদে ঢোকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস কমোডর আশরাফুল হক বলেন, “মহামান্য রাষ্ট্রপতি এবার নর্থ প্লাজা দিয়ে সংসদে ঢুকবেন। একারণে পুরো নর্থ প্লাজায় সাজসজ্জার কাজ করা হচ্ছে।”সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ঢোকার সময় সশস্ত্র বাহিনীর একটি বাদ্যদল বিউগল বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানাবেন। উত্তর প্লাজার ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে তিনতলার বিশেষ লিফট পর্যন্ত বিছানো থাকবে লাল গালিচা।বিশেষ লিফটে করেই সংসদ ভবনে সাত তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন আবদুল হামিদ।সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবার স্পিকারের পাশে রাখা ডায়াসে দাঁড়িয়েই তার ভাষণ দিতে পারেন।এদিকে সংসদ অধিবেশনকে সামনে রেখে রোববার বিকালে বৈঠক করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংসদীয় দল। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে ওই বৈঠকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদও উপস্থিত ছিলেন।বৈঠক শেষে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা করব। যেখানে সমলোচনা দরকার সেখানে তাই করা হবে। সাধুবাদ জানানোর বিষয়গুলোতে সাধুবাদ জানাব।”সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এবারে অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত ৩টি বিলের নোটিস পাওয়া গেছে। এগুলো হলো- মোট্রোরেল বিল ২০১৪, ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল ২০১৪, ফরমালিন নিয়ন্ত্রণ বিল ২০১৪।