দেশের জনগণ চাইলে গ্রেপ্তার করা হবে খালেদাকেঃ হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রচার সম্পাদক বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তার হওয়া অনেক আগেই প্রয়োজন ছিল।
তিনি (খালেদা জিয়া) একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়নি। দেশের জনগণ চাইলে তাকে গ্রেপ্তার করা হবে।বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করলে তাদের সভা সমাবেশ করার অনুমোদন দিতে পারে। এতে বাধা দিবে না সরকার।তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি অবরোধ দিয়ে দেশের সাধারণ মানুষের গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। এতে করে খালেদা জিয়া ও তারেক রহমান পুলকিত হচ্ছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের স্বাস্থ্য ব্ষিয়ক সম্পাদক ড. বদিউজ্জামান ডাবলু, ফরিদুন নাহার লাইলী ও দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ।