মেসির হ্যাট্রিকে বার্সার জয়
স্পোর্টস ডেস্কঃ মেসির হ্যাট্রিকে লা লিগায় দেপোর্তিভোকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
এদিন ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টাইন তারকা এগিয়ে নেন বার্সাকে। এর ২৩ মিনিট পর আবার তার কল্যাণে গোল
এরপর হ্যাট্রিক পূরণ করতে মরিয়া ওঠেন খুদে জাদুকর।
অবশেষে খেলার ৬২ মিনিটে দেখা পান তৃতীয় গোলের। নেইমারের এগিয়ে দেওয়া একটি বলে লক্ষ্যভেদ করেন তিনি। অপর গোলটি আত্মঘাতী।লা লিগায় মেসির এটি ২২ তম হ্যাট্রিক। লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকের সংখ্যা ২৩ টি। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বার্সেলোনা।
এদিকে জয়ের ধারায় ফিরেছে রিয়াল। লা লিগায় রোনালদো-বেল জাদুতে গেটাফের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে তারা।