বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ক্যামেরনের গ্রামে বোকো হারামের অপহরণ

ক্যামেরনের গ্রামে বোকো হারামের অপহরণ 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ     যুক্তরাজ্যের কয়েকটি গ্রামে জঙ্গি সংগঠন বোকো হারাম হামলা চালিয়েছে এবং সেখানকার বাসিন্দাদের অপহরণ করেছে বলে দাবি করেছে দেশটির সরকার।প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বোকো হারাম জঙ্গিরা সেদেশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের অপহরণ করেছে, যাদের বেশিরভাগই শিশু।দেশটির সীমান্তবর্তী মোকোলো অঞ্চলের কয়েকটি গ্রামে ওই হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে আর বহু বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে।boko

সঠিক সংখ্যাটি জানাতে না পারলেও, ক্যামেরনের কর্মকর্তারা বলছেন, ত্রিশ থেকে পঞ্চাশ জন বাসিন্দাকে বোকো হারাম অপহরণ করেছে।এর আগে বিদেশিদের উপর হামলা হলেও,এবারই প্রথম ক্যামেরনের স্থানীয় গ্রামবাসীরা অপহরণের শিকার হলো।ক্যামেরনের তথ্যমন্ত্রী ইস্যা চিরমা বাকারে বলছেন, তারা হঠাৎ করেই ওই গ্রামগুলোতে হামলা চালায়। গুলি করে, আগুন লাগিয়ে তারা গ্রামবাসীদের ধরে নিয়ে যায়। এদের বেশিরভাগই নারী ও শিশু। এখন তারা সৈন্য মোতায়েন করে অপহৃতদের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন।তবে স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আশিজনের বেশি বাসিন্দাকে অপহরণ করা হয়েছে।সংবাদদাতারা বলছেন, বোকো হারাম যে ওই অঞ্চলের দেশগুলোর জন্য ক্রমেই একটি মারাত্মক সমস্যা হয়ে উঠছে, সেটা এই হামলার মাধ্যমে আবার প্রমাণিত হলো।গতবছরের এপ্রিলে নাইজেরিয়া থেকে দুইশ’র বেশি স্কুলছাত্রীকে অপহরণ করে সংগঠনটি। বিশ্বজুড়ে ওই ঘটনা আলোড়ন তুললেও, এখনো ছাত্রীদের উদ্ধার করা যায়নি।বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে এখন একটি যৌথবাহিনী গঠনের চিন্তা করছে আফ্রিকান ইউনিয়নের নেতারা। সামনের সপ্তাহে ইউনিয়নের নেতাদের যে বৈঠক হবে, সেখানে এই বাহিনী গঠনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone