হকি তারকা জুম্মন লুসাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের সাবেক হকি তারকা জুম্মন লুসাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন।সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের একমাত্র হকি খেলোয়াড় হিসাবে বিশ্ব একাদশে স্থান পাওয়া জুম্মন লুসাই ছিলেন অসামান্য প্রতিভাধর একজন ক্রীড়াবিদ। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গণের
অপূরণীয় ক্ষতি হল।’জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জুম্মন লুসাই একসময় আবাহনী হকি দলের অধিনায়ক ছিলেন।গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে জুম্মন লুসাইকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। রোববার দুপুরের দিকে না ফেরার দেশে চলে যান বাংলাদেশে হকির এই কিংবদন্তী।১৯৫৫ সালের ১২ অগাস্ট জন্ম নেয়া জুম্মন ১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জাতীয় দলের রক্ষণভাগের হয়ে মাঠে আলো ছড়ান। তার বাবা হারেঙ্গা লুসাইও হকি খেলতেন।জুম্মনের চাচাতো ভাই রামা লুসাই ফুটবল ও হকি খেলেছেন জাতীয় দলে। ছোটে ভাই জুবেলও হকি খেলোয়াড় ছিলেন।