ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী সাঙ্গাকারা
স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। এর মাধ্যমে স্বাগতিকরা সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। দল হারলেও একটি মাইলফলক স্পর্শ করেছেন কুমার সাঙ্গাকারা। ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তৃতীয় স্থানটি এখন তার দখলে।
ওভালে আগে ব্যাট করে গুটিয়ে যাওয়ার আগে ২৭৬ রান করেছিল শ্রীলঙ্কা। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। অ্যান্ডারসনের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৯৬ রান করেছেন জয়াবর্ধনে। রান পেয়েছেন দিলশানও। তার ব্যাট থেকে এসেছে ৪৪ রান।
মিলানের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে একটি মাইলফলক স্পর্শ করেছেন সাঙ্গাকারা। ৭৬ রান করেছেন তিনি। এর মধ্যে ৮টি চার ও ১টি ছয়ের মার ছিল। এই ইনিংসের মাধ্যমে ৩৯৪টি ওয়ানডে ম্যাচে ১৩, ৪৯০ রান করে ওয়ানডের তৃতীয় সর্বোচ্চ রানস্কোরার হয়েছেন তিনি। তার আগে রয়েছেন শচিন টেন্ডুলকার (১৮,৪২৬ রান) ও রিকি পন্টিং (১৩, ৭০৪ রান)।
সাঙ্গাকারা তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রহকারী হলেও হেরেছে শ্রীলঙ্কা। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে হারিয়েই তা টপকে গেছে নিউজিল্যান্ড। সেঞ্চুরি করেছেন কেন উইলিয়ামসন (১০৩ রান)। এ ছাড়া ইলিয়ট ৪৪ ও অ্যান্ডারসন ৪৭ রান করেছেন।