ঢাকা-খুলনা বিভাগে বুধ ও বৃহস্পতিবার হরতাল
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীসহ ঢাকা বিভাগে এবং খুলনা বিভাগে আগামী বুধ ও বৃহস্পতিবার দুই দিন হরতালের ডাক দিয়েছে বিএনপি। ঢাকা ও খুলনা বিভাগে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
তিনি জানান, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।বিএনপির ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই রাজধানীসহ ঢাকা বিভাগের ১৭ জেলা এবং খুলনা মহানগরীসহ ওই বিভাগের ১০ জেলায় এ হরতাল কর্মসূচি পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।