বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় হাজীগঞ্জ এম সার্কাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
জেলা কৃষক দলে সাধারণ সম্পাদক উজ্জল হোসেন জানান, হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলের জন্য সবাই জড়ো হয়। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে। সেখান থেকে এটিএম কামালকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যায়।
এ ব্যপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, হরতালের সমর্থনে কয়েকজন শ্রমিক নিয়ে ওই এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন কামাল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে যানবাহন ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলাসহ ৩/৪টি মামলা রয়েছে।