বইয়ের প্রচ্ছদে খোলামেলা কার্দাশিয়ান
বিনোদন ডেস্কঃ কার্দাশিয়ানের ‘ইন্টারনেট ব্রেক’ ঝড় যেন আর থামছেই না। খোলামেলা ছবি দিয়ে তিনি একের পর এক ঝড় তুলছেন ইন্টারনেট জুড়ে। সর্বশেষ যোগ হয়েছে সেলফি নিয়ে তৈরি তার বই ‘সেলফিশ’ এর প্রচ্ছদের ছবি
।
গত ২০ জানুয়ারি মঙ্গলবার কার্দাশিয়ান তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপসন হিসেবে তিনি লেখেন, ‘আমার বইয়ের প্রচ্ছদের ছবি সবার সঙ্গে ভাগাভাগি করতে পেরে অনেক ভালো লাগছে। এটা প্রকাশিত হবে সামনে মে মাসে।’ বরাবরের মতো তার এ ছবিও ইন্টারনেট জুড়ে তুলেছে তুমুল ঝড়। কারণ তার এ ছবিও যে ছিল অনেক খোলামেলা।
এর আগে কার্দাশিয়ান জানিয়েছিলেন, তার সকল সেলফি নিয়ে তিনি একটি বই প্রকাশ করবেন। বইটির নাম হবে সেলফিশ। ৩৫২ পৃষ্ঠার এই বইয়ে থাকবে কিম কার্দাশিয়ানের দুই হাজার সেলফি। বইটির প্রকাশক রিজোলিস ইউনিভার্স। এটির দাম পড়বে ১৯.৯৫ মার্কিন ডলার।
বইটি প্রসঙ্গে কিম কার্দাশিয়ান বলেছিলেন, ‘সেলফিগুলোতে নিজের জীবনের প্রতিফলন এবং আধুনিক জগতের মন্তব্য রয়েছে।’ স্বামী কেনি ওয়েস্ট এর আগ্রহে এই বইটি প্রকাশ করা হচ্ছে বলেও জানিয়েছিলেন কিম।