বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ক্ষোভে ফুঁসছেন রিবেরি

ক্ষোভে ফুঁসছেন রিবেরি 

স্পোর্টস ডেস্কঃ ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে ক্ষোভে ফুঁসছেন ক্লাব ফুটবল বায়ার্ন মিউনিখের ফরাসী তারকা ফ্র্যাঙ্ক রিবেরি। এ পুরস্কারটিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসির আধিপত্য মাথা বিগড়ে দিয়েছে ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের৷ riberi

ক্ষোভের পেছনে যথেষ্ট যুক্তিও তুলে ধরেছেন তিনি। এই যেমন, ২০১৩ এর  ব্যালন ডি’অরের জন্য মনোনীত সেরা তিন ফুটবলারের মধ্যে রোনাল্ডো-মেসির সঙ্গে রিবেরি ছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত সিআর সেভেনই বাজিমাত করে ব্যালন জিতে নেন৷ ফলে জুরিখ থেকে হতাশ হয়েই দেশে ফিরতে হয়েছিল তাকে। রিবেরির ভাষ্য মতে, ‘ব্যালনের জন্য মেসি-রোনাল্ডো মনোনীত হলে, তৃতীয় কারও এই পুরস্কার পাওয়ার সুযোগ থাকে না। এটা যেন একটা ঐতিহ্য  হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে৷ বুঝতে পারছি না যে, ব্যালন পেতে গেলে একজন ফুটবলারকে কী কী করতে হবে৷ বিশ্বকাপ জেতাও এখানে প্রাধান্য পায় না৷’ জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে নিয়ে রিবেরি বলেন, শেষ দু-তিন বছর ধরে বিশ্বের সেরা গোলকিপার ন্যুয়ার৷ বায়ার্নকে অনেক ট্রফি জিতিয়েছে সে। পাশাপাশি ব্রাজিজে বিশ্বকাপে জেতার পাশাপাশি সেরা গোলকিপারও হয়েছে ন্যুয়ার৷ তবুও ওকে এবার ব্যালন দেওয়া হল না৷ এর কোনও মানেই হয় না৷ শুধুমাত্র ছবি তোলার জন্য ব্যালনের অনুষ্ঠানে যাওয়ার কোন মানেই হয় না।  ব্যালনে রাজনীতি চলে৷ তাই পরবর্তীতে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে আমাদের যাওয়া উচিত কিনা এইটা নিয়ে চিন্তা ভাবনার সময় এসেছে।’

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone