বার্ন ইউনিটে দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম আাজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধদের দেখতে গিয়ে এই কড়াকড়ি আরোপ করার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, রোগীরা যাতে নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্যই এ কড়াকড়ি আরোপের কথা বলেছি। আওয়ামী লীগের এই নীতি নির্ধারক বলেন, প্রথমেই আমরা রোগীদের চিকিৎসাকে অগ্রাধিকার দিবো।দর্শনার্থী ও নেতানেত্রীরা যদি ভির করেন তাহলে ডাক্তার ও সেবিকাদের দায়িত্ব পালনে ঝামেলায় পড়তে হয়।এটি এড়ানোর চেষ্টা করছি মাত্র।অযথা দর্শনার্থীরা এই ইউনিটে ভিড় করেন।এবং এতে রোগীদের চিকিৎসা ব্যহত হয়। তিনি মন্ত্রী ও সংসদ সদস্যদের অযথা ভিড় না করার অনুরোধ করেছেন।গতকাল রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে পেট্রল বোমা হামলায় ২৯ জন দগ্ধ হওয়ার পর মন্ত্রী তাদের দেখতে যান।