আটক হয়েছেন রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে আটক হয়েছেন।শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের প্রেস উইং ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে রুহুল কবির রিজভী বর্তমানে কোথায় আছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি।এর আগে গত ৩ জানুয়ারি রাতে ‘অসুস্থ’ রিজভীকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৭ জানুয়ারি রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রিজভীর খোঁজখবর নিতে কেবিনে যান হাসপাতালের সেবিকা লাবণী। তিনি সেখানে গিয়ে দেখেন রিজভী কেবিনে নেই। এরপর পুরো হাসপাতাল খুঁজেও তাকে পাওয়া যায়নি।এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করতেন বিএনপির এই নেতা।