বিএনপি চেযারপারসনের রাজনৈতিক কার্যালয়ের টিভি ক্যাবল ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর এবার বিএনপি চেযারপারসনের রাজনৈতিক কার্যালয়ের টিভি ক্যাবল ও ইন্টারনেট সংযোগও কেটে দেয়া হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে টিভি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এর কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ।চেযারপারসনের মিডিয়া উইং সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে শুক্রবার রাত ২টা ৪২ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। তারপর থেকে জেনারেটরের মাধ্যমে সীমিতভাবে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে।
Posted in: জাতীয়