বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সংলাপের জন্য ৭ দিন গালি বন্ধের আহবান

সংলাপের জন্য ৭ দিন গালি বন্ধের আহবান 

নিজস্ব প্রতিবেদক : সংলাপের পরিবেশ সৃষ্টি করতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের আগামী সাত দিন একে অপরকে গালি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ড. আকবর আলী খান।

Akbar-1423288801

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে ‘জাতীয় সঙ্কট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়া এ বৈঠকের আয়োজন করে।

আকবর আলী খান বলেন, এই সাত দিন উভয় দলের নেতাদের গালিগালাজ বন্ধ রাখতে হবে। তাহলে হয়তো সংলাপের পরিবেশ সৃষ্টি হতে পারে।

পৃথিবীর কোনো সভ্য দেশে রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে এমন গালিগালাজ করে না বলেও তিনি জানান।

তিনি বলেন, দেশের বড় এই দুই জোটের খায়েশ হলো একে অপরকে নির্মূল করা। এ কারণেই পরিস্থিতি দিন অবনতির দিকে যাচ্ছে। তিনি বলেন, বিভক্তি ভুলে সিভিল সমাজ ঐক্যবদ্ধ হলে সংকট নিরসন সম্ভব। তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা এম. হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা সিএম শফি সামী, রাশেদা কে চৌধুরী, আসম রব, নাগরিক ঐক্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব মেজর(অব)আব্দুল মান্নান, প্রাক্তন আইজিপি নুরুল হুদা, ড. শাহদীন মালিক, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ড.সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone