সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আজ শনিবার সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করতে ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার সকালে চট্টগ্রামের সরকারি কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান।
২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের স্বার্থে সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করুন। মানুষ পুড়িয়ে মারা, গাড়িতে আগুন দেওয়া, ককটেল-পেট্রোল বোমা মারা এগুলো রাজনীতি নয়।’ তিনি আরো বলেন, ‘যদি আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা থাকত, তাহলে জনগণ রাস্তায় নেমে আসত, জনগণই অবরোধ করত। আন্দোলনের নামে দেশে যা চলছে, তা হত্যাযজ্ঞ। এটা কোনো সভ্য দেশে চলতে পারে না। এসএসসি পরীক্ষার্থীরা কোনো দলের নয়। আন্দোলনের নামে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করার অধিকার কারো নেই। এটা মেনে নেওয়া যায় না।’ এ সময় মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।